×

কার ইবাদত করব ও কেন করব? - (বাংলা)

কার ইবাদত করব ও কেন করব? এ প্রবন্ধটিতে প্রথমে যৌক্তিক দিক থেকে সৃষ্টি ও স্রষ্টা সংক্রান্ত মানুষের মৌলিক দৃষ্টিভঙ্গীসমূহ ব্যাখ্যা করা হয়েছে। তারপর যা বিবেকের পক্ষে যায় অর্থাৎ সৃষ্টির জন্য স্রষ্টার প্রয়োজন পড়ে এটা সাব্যস্ত করা হয়েছে। তারপর যিনি স্রষ্টা হবেন তার জন্য সৃষ্টির কি কোনো করণীয় আছে কি না?....