মুহাম্মদ নূরুল্লাহ তা‘রীফ
মুহাম্মাদ নূরুল্লাহ তা‘রীফ, একজন তরুণ আলেম, গবেষক ও দা‘ঈ। তিনি বাংলাদেশে সর্বোচ্চ দ্বীনী শিক্ষা শেষ করে মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের হাদীস অনুষদ থেকে গ্রাজুয়েশন লাভ করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি দাওয়াহ বিষয়ে ডিপ্লোমা গ্রহণ করেন।