যাকাত ইসলামের দ্বিতীয় বৃহত্তম বিধান। পবিত্র কুরআনে আল্লাহ তা‘আলা সালাত আদায়ের সাথে সাথে অধিকাংশ আয়াতে যাকাত আদায়েরও নির্দেশ দিয়েছেন। কারো নিকটে ইসলামী শরী‘আত কর্তৃক নির্ধারিত নিসাব পরিমাণ স্বর্ণ ও রৌপ্য থাকলেই কেবল তার ওপর যাকাত ফরয হবে। সম্মানিত আলোচক “যাকাত” শীর্ষক এ ভিডিও লেকচারটিতে যাকাত আদায়ের বিবিধ উপকারিতা, যাকাত কখন ফরয হয়, কোন কোন সম্পদে যাকাত আসে, কাকে যাকাত দেওয়া যাবে ইত্যাদিসহ যাকাত বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন।