সৎ লোকদের আসরসমূহ থেকে চারটি আসর, এটিতে লেখক শাইখ আহমাদ আর-রূমী আল-হানাফী মিশকাতুল মাসাবীহ গ্রন্থ থেকে গুরুত্বপূর্ণ চারটি হাদীস নিয়ে তা ব্যাখ্যা করেন। তন্মধ্যে প্রথম আসরটি ছিল কবরকেন্দ্রিক বাড়াবাড়ি সম্পর্কিত হাদীস নিয়ে। দ্বিতীয় আসরটি ছিল বিদ‘আত পরিত্যাগ করার বিষয় সংক্রান্ত হাদীস নিয়ে, তৃতীয় আসরটি ছিল কবর যিয়ারত সংক্রান্ত হাদীস নিয়ে, আর চতুর্থ আসরটি ছিল মৃত্যু ও তার সম্পর্কিত হাদীস নিয়ে। গ্রন্থটিতে ছোট-বড় শত আসর রয়েছে। তন্মধ্য থেকে এর চারটি আসর শির্ক ও বিদ‘আত প্রতিরোধে বিশেষ প্রয়োজন মনে করে আলেমগণের মধ্যে অনেকেই এটাকে বিবিধ ভাষায় অনুবাদ করেছেন। তাছাড়া শাহ আবদুল আযীয দেহলভী, মুফতী কিফায়াতুল্লাহ আল-হানাফী প্রমুখ আলেমগণ এর ভূয়সী প্রশংসা করেছেন।
                                
                                
                                
                                
                                
                                
                                
                                
                                
                                
                                
                                
                                
                                
                                
                                
                                
                                
                                
                                
                                
                                
                                
                                
                                
                                
                                
                                
                                
                                
                                
                                
                                
                                
                                
                                
                                
                                
                                
                                
                                
                                
                                
                                
                                
                                
                                
                                
                                
                                
                                
                                
                                
                                
                                
                                
                                
                                
                                
                                
                                
                                
                                
                                
                                
                                                                    
