×
"শাইখুল ইসলাম মুহাম্মাদ বিন আব্দুল ওয়াহ্হাব বিন সুলাইমান আত্‌ তামিমি (রহিমাহুল্লাহ ) রচিত “ছয়টি মূলনীতি”র ব্যাখ্যা ""ছয়টি মূলনীতি""র ব্যাখ্যা: ডঃ হাইসাম সারহান কর্তৃক আরবি ভাষায় রচিত পুস্তিকা সমূহের একটি। তিনি এখানে শায়েখ মুহাম্মদ বিন সুলাইমান আত্ তামিমি রচিত ""ছয়টি মূলনীতি"" পুস্তিকার ব্যাখ্যা করেছেন। পুস্তিকাটি আকারে ছোট কিন্তু এর ফায়েদা অনেক বেশি এবং গভীর অর্থবোধক। লেখক এখানে একই সাথে দ্বীনি এবং দুনিয়াবী জীবনকে সঠিক পথে স্থির রাখার জন্য ইসলামী শরীয়তে বর্ণিত ছয়টি মহান মূলনীতি আলোচনা করেছেন, শরীয়তে খুবই স্পষ্টভাবে বর্ণিত হওয়ার পরও অধিকাংশ বিদ্বানগণ এ ব্যাপারে ভুল করে থাকেন। লেখক পুস্তিকাটি সহজ ভাষায় ও সংক্ষিপ্ত আকারে লিখেছেন, লেখকের উদ্দেশ্যকে বিবেচনা করে সহজে মুখস্ত ও আয়ত্বকরণের লক্ষ্যে ব্যাখ্যাকারী এটিকে পয়েন্ট ও তালিকা আকারে ব্যাখ্যা করেছেন।"