×
ফিতরাত যে অধিকারের প্রতি আহ্বান করে তার সারসংক্ষেপ: ভাষান্তরিত একটি লিফলেট যেটি আল্লামা ইবনু উছাইমিন (রহঃ) এর কিতাব "যে অধিকারের দিকে ফিতরাত আহ্বান করে" থেকে সংক্ষিপ্ত করেছেন শায়খ ড. হাইছাম সারহান। এটি ইসলামি শরীয়তের মানদন্ডে অধিকার সম্বলিত বর্ণনার গুরুত্বপূর্ণ একটি কিতাব। শুরু করেছেন অধিক গুরুত্বপূর্ণ বিষয়টি দিয়ে, সেটি হল সৃষ্টিকর্তা সুবহানাহু ওয়া তা'য়ালার অধিকার। অতপর সৃষ্টিজীবের অধিকার এবং তাদের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ হলেন মুহাম্মদ (সঃ)