মুহাম্মদ শামসুল হক সিদ্দিক
লেখক, গবেষক,অনুবাদক, আরবি সাহিত্যিক ও বাংলা ভাষায় ভার্চুয়াল ইলমি জগতে তার বিচরণ সর্বজন বিদিত। বাংলাদেশে কাওমী মাদরাসায় লেখাপড়া করেন। তারপর লিবিয়ায় পড়াশুনা করেন। তাদের দা‘ঈ ছিলেন। ইসলাম হাউজ.কম বাংলা বিভাগের প্রথম দায়িত্বে ছিলেন। তিনি একজন উন্নত চরিত্র সম্পন্ন ব্যক্তি। বাংলাভাষায় বহু গ্রন্থের অনুবাদ করেছেন। তাঁর বিখ্যাত কর্মের মধ্যে অন্যতম হচ্ছে শাইখ মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীনের ‘আল-কাওয়ায়িদুল মুসলা’ গ্রন্থটির বাংলা অনুবাদ। তিনি এখনও লেখালেখির কাজ চালিয়ে যাচ্ছেন।