মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন
তিনি আবু আব্দুল্লাহ মুহাম্মাদ ইবন সালেহ ইবন মুহাম্মাদ ইবন সুলাইমান ইবন আব্দুর রহমান ইবন উসমান ইবন আব্দুল্লাহ ইবন আব্দুর রহমান ইবন আহমদ ইবন মুকবেল, আলে মুকবেল ও আলে রাইয়্যিস আল-ওয়াহীবী আত-তামীমী। তাঁর উর্ধ্বতন চতুর্থ পুরুষ উসমান, তাঁকে উসাইমীন বলা হত। সে হিসেবে তাঁরা উসাইমীন হিসেবে প্রসিদ্ধি লাভ করেন। তিনি বনু তামীম গোত্রের ওয়াহবাহ শাখার অন্তর্ভুক্ত। তাঁর দাদারা ওয়াশম থেকে উনায়যাহ এসে বসতি স্থাপন করেন।