×
আব্দুল্লাহ আল মামুন আযহারীঃ সংক্ষিপ্ত পরিচিতি: আব্দুল্লাহ আল মামুন আযহারী, তিনি বাংলা ভাষায় একজন লেখক ও গবেষক। তার রয়েছে বাংলা ভাষায় লিখিত ও অনুদিত বহু গ্রন্থ। তিনি বাংলাদেশে টুমচর কামিল মাদ্রসায় পড়াশুনা করেছেন। অতপর তিনি বিশ্ববিখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয় থেকে হাদীস ও উলূমুল হাদীস শাস্ত্রে কৃতিত্বের সাথে বি.এ. (অনার্স) ডিগ্রি অর্জন করেন। অতপর তিনি মিসরের কায়রো বিশ্ববিদ্যালয় থেকে ‘এক্সিলেন্ট’ রেজাল্ট নিয়ে মাস্টার্স ও এম.ফিল ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়াতে পিএইচডি গবেষণারত। এছাড়াও তিনি শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি-ঢাকাতে ইসলামিক স্টাডিজ বিভাগে প্রভাষক পদে কর্মরত।