×
শাইখুল ইসলাম ইবন তাইমিয়্যাহ রহ.। তিনি আহমদ তাকীউদ্দীন আবুল আব্বাস ইবন আব্দুল হালীম ইবন আব্দুস-সালাম ইবন আব্দুল্লাহ ইবন আবুল কাসেম আল-খিদ্বির ইবন মুহাম্মাদ ইবন খিদ্বির ইবন আলী ইবন আব্দুল্লাহ ইবন তাইমিয়্যাহ আল-হাররানী। তাঁর জীবনী লেখকগণ এ পরিবারকে তাইমিয়্যাহ বলার বিবিধ কারণ উল্লেখ করেছেন। তন্মধ্যে ইমাম ইবন আব্দুল হাদী রহ. যা বর্ণনা করেছেন তা হচ্ছে, তাঁর দাদা মুহাম্মাদের মায়ের নাম ছিল তাইমিয়্যাহ। সে মহিলা বিখ্যাত ওয়ায়েজ ছিলেন, সেজন্য এ পরিবারকে আলে তাইমিয়্যাহ বলা হতো। কেউ কেউ বলেন, তাঁর দাদা মুহাম্মাদ ইবন খিদ্বির তাইমার পথে হজ করেছেন, তিনি সেখানে একটি ছোট বাচ্চা দেখলেন, তারপর যখন দেশে ফিরে গেলেন তখন দেখলেন যে, তাঁর স্ত্রী একটি কন্যা সন্তান জন্ম দিয়েছেন। তখন তিনি খুশির আতিশয্যে বললেন, হে তাইমিয়্যাহ, হে তাইমিয়্যাহ। তখন থেকে তাঁদের উপর এ উপাধীটি আরোপিত হয়।